Advertisement

দশ টি ফ্রি ওয়েব টুলস অনলাইন গ্রাফিক ডিজাইনের জন্য !!!

ফ্রি ওয়েব টুলস অনলাইন গ্রাফিক ডিজাইনারদের জন্য
 বর্তমান যুগে প্রাতিষ্ঠানিক চাকরির বাইরে অনেকে ফ্রিল্যান্সিং করে থাকেন। এর সবচেয়ে ভালো দিক হলো, দক্ষতা থাকলে যে কেউ খুব ভালো আয় করতে পারেন। এছাড়া রয়েছে নিজের পছন্দের কাজ করার সুবিধা। এবারের লেখায় জেনে নিন ডিজাইনে ফ্রিল্যান্সিং করার প্রাথমিক কিছু তথ্য। গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন নিয়ে আপনি যদি কাজ করতে চান, তাহলে এ লেখা থেকে উপকৃত হবেন। এক্ষেত্রে সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে অনলাইনে ডিজাইনের জন্য যে ফ্রি টুলসগুলো আছে সেগুলো যথাযথভাবে ব্যবহার করা। আপনি যদি ফটোশপ, ইলাস্ট্রেটর কিংবা কালার থিউরি শেখাকে কষ্টকর মনে করেন, মন জুড়িয়ে দেয়া কালার প্যালেট বাছাই করতে না পারেন, টাইপফেসগুলোকে একে অপরের সাথে মেলাতে না পারেন তাহলে আপনাকে অবশ্যই অনলাইনের এসব ফ্রি টুলসের উপর নির্ভরশীল হতে হবে। আমি ধারাবাহিক ভাবে মোট ১০ টি ফ্রি ওয়েব টুলস  এবং ট্রিকস নিয়ে আলোচনা করবো।  ১০ টি ফ্রি ওয়েব টুলস গুলো হলঃ

১।Canva

২।Logo Garden

৩।PicMonkey PICCOLLAGE (DESKTOP, IOS, ANDROID)

৪।BeFunky

৫।Snappa

৬।Stencil

৭।Pixlr

৮।Enthusem

৯।Tailor

১০।Brands  

আজ আমার আলোচনার বিষয় Canva অনলাইন গ্রাফিক ডিজাইনের ফ্রি ওয়েব টুলস নিয়ে । চলুন আলোচনায় 

Canva অনলাইন গ্রাফিক ডিজাইনের ফ্রি ওয়েব টুলস
১। Canva: বতমান দারুন জনপ্রিয় Canva অনলাইন গ্রাফিক ডিজাইনের ফ্রি ওয়েব টুলস যেখানে পাবেন হাজার হাজার ফ্রি ও প্রিমিয়ার টেম্পলেট সমৃদ্ধ এই সাইটটি ডিজাইনের কাজের জন্য এককথায় অসাধারণ । প্রফেশনাল অনেক ডিজাইনারও তাদের কাজের সুবিধার জন্য এই সাইটের সাহায্য নিয়ে থাকেন । এই টুলসের ওয়েব এবং মোবাইল অ্যাপস ভার্সনে থাকার কারণে এই সাইটের বিভিন্ন ফিল্টার দিয়ে ইমেজ এডিট করা এখন অনেক সহজ হয়ে গেছে। এছাড়াও Canva থেকে আপনি যেসব সুবিধা পাবেন সেগুলো হচ্ছেঃ  প্রচুর পরিমাণের স্টক ইমেজ, ইলাস্ট্রেশন গ্রাফিক ভেক্টর প্রচুর ফন্ট আইকন শেইপ ফটো এডিট করার জন্য এডিটিং টুলস এবং ফিল্টার প্রফেশনাল ফ্লেয়ার, পোস্টকার্ড, সামাজিক মাধ্যম ব্যানারের জন্য অ্যাড তৈরির জন্যও Canva হতে পারে আপনার নিত্যসঙ্গী! Canva সম্পূর্ণ ফ্রি তে ব্যবহার করা যাবে কিন্তু বাড়তি কিছু সুবিধা পাওয়ার জন্য আপনাকে মাস শেষে প্রায় ১১০০ টাকা গুণতে হবে। কারণ কথায় আছে, “জিনিস যেইটা ভালো, দাম তার একটু বেশি!”অনেক প্রতিষ্ঠান আছে যারা কাজের প্রেক্ষিতে ফ্রিল্যান্সার ডিজাইনার রিক্রুট করে। কিন্তু অনেক প্রতিষ্ঠান আছে যাদের এই সক্ষমতা নেই। কিন্তু কাজ তো থেমে থাকে না। প্রতিষ্ঠানের মার্কেটিং থেকে শুরু করে বিভিন্ন কাজে একজন ডিজাইনার সত্যিই খুব প্রয়োজনীয়। এক্ষেত্রে সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে Canva অনলাইন গ্রাফিক ডিজাইনের ফ্রি ওয়েব টুলস যথাযথভাবে ব্যবহার করা । আপনি যদি ফটোশপ, ইলাস্ট্রেটর কিংবা কালার থিউরি শেখাকে কষ্টকর মনে করেন, মন জুড়িয়ে দেয়া কালার প্যালেট বাছাই করতে না পারেন, টাইপফেসগুলোকে একে অপরের সাথে মেলাতে না পারেন তাহলে আপনাকে অবশ্যই Canva অনলাইন গ্রাফিক ডিজাইনের ফ্রি ওয়েব টুলসের উপর নির্ভরশীল হতে হবে। আজ এ পযন্ত খুব শিঘ্রই হাজির হবে পরবর্তী আর্টিকেল নিয়ে । ইনশাল্লাহ

 

Post a Comment

0 Comments